জুপ্ল্যাংকটনের উদাহরণ-

A কাইরোনমিড লার্ভা

B ডায়াটম

C ইউগ্লেনা

D সায়ানোব্যাকটেরিয়া

Solution

Correct Answer: Option A

- প্লাঙ্কটন (Plankton) জলজ বাস্তুতন্ত্রের ক্ষুদ্র অথবা আণুবীক্ষণিক জীব। এসব জীব কিছুটা সচল বা সম্পূর্ণ নিশ্চল, ভেসে থাকে কিংবা ঢেউয়ের সঙ্গে বা স্রোতে ভেসে চলে।
- প্লাঙ্কটন প্রধানত দুই ধরনের।যথা- উদ্ভিদজাত প্ল্যাঙ্কটন (phytoplankton) এবং প্রাণিজাত প্লাঙ্কটন (zooplankton)।
 
- কয়েকটি জুপ্লাঙ্কটনের নাম:কাইরোনমিড লার্ভা, কোপেপড, ইউফোসিয়াসিড, ক্যালানয়েড, রোটিফার, টিনটিনোইড, জেলিফিশ, স্যাল্প, আরোও, ক্রিল, পিকনোগোনিড।
- কয়েকটি ফাইটোপ্লাঙ্কটনের নাম: ডায়াটম, ডাইনোফ্ল্যাজেলেট, কোকোলিথোফোরিড, ইউগ্লেনা, সায়ানোব্যাকটেরিয়া, প্রাইমনেসিয়াম, ন্যানোক্লোরোপসিস, ক্রিপ্টোমোনাস, প্যাভলোভা, থ্যালাসিওসিরা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions