জাহিদ ১০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানীকে ১৮০ টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত টাকা?
Solution
Correct Answer: Option D
ধরি, প্রকৃত মূল্য ১০০ টাকা,
১০% কমিশনে প্রদেয় মূল্য ৯০ টাকা।
প্রদেয় মূল্য ৯০ টাকা হলে প্রকৃত মূল্য =১০০ টাকা
প্রদেয় মূল্য ১ টাকা হলে প্রকৃত মূল্য =১০০/৯০ টাকা
প্রদেয় মূল্য ১৮০টাকা হলে প্রকৃত মূল্য =১০০*১৮০/৯০=২০০ টাকা।