প্রাচীনকালে 'সমতট' বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো ?
A বগুড়া ও দিনাজ অঞ্চল
B কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
C ঢাকা ও ময়মনসিংহ
D বৃহত্তর সিলেট অঞ্চল
Solution
Correct Answer: Option B
প্রাচীন বাংলার পূর্বাঞ্চল তথা সিলেট -চট্টগ্রামের অংশ বিশেষ ছিল হরিকেল জনপদের অংশ । পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলা বা বর্তমানের কুমিল্লা ও নোয়াখালী ছিল সমতট জনপদের অংশ । পাবনা, বগুড়া ,দিনাজপুর ও রাজশাহী জেলার অংশ বিশেষ ছিল বরেন্দ্র জনপদের অংশ ।