Solution
Correct Answer: Option B
- গারো উপজাতি গোষ্ঠীটি মাতৃপ্রধান।
- গারোরা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি আদিবাসী উপজাতি। তাদের বসবাস মূলত রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম জেলায়।
- গারোদের সমাজ ব্যবস্থায় মায়ের পক্ষের বংশানুক্রমিকতা অনুসরণ করা হয়।
- মেয়েরা সম্পত্তির উত্তরাধিকারী হয় এবং বিবাহের পর পুরুষকে স্ত্রীর বাড়িতে চলে যেতে হয়। গারোদের মধ্যে বিধবা বিবাহ প্রচলিত রয়েছে।
- গারোদের মাতৃপ্রধান সমাজ ব্যবস্থার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
১.সম্পত্তি উত্তরাধিকার মেয়েদের মাধ্যমে হয়।
২.বিবাহের পর পুরুষকে স্ত্রীর বাড়িতে চলে যেতে হয়।
৩.বিধবা বিবাহ প্রচলিত রয়েছে।
৪.নারীরা সমাজে পুরুষের সমতুল্য অধিকার ভোগ করে।