A ব্যবসায়িক সংগঠন
B মুক্তিযুদ্ধের গেরিলা ফোর্স
C মুক্তিযুদ্ধের গেমস অ্যাপ
D মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা
Solution
Correct Answer: Option C
- ‘শামসু বাহিনী’ বলে পরিচিত গেরিলা যোদ্ধাদের দলটি বন্দুক, মর্টার ও গ্রেনেড ব্যাবহার করে একের পর এক নিধন করছে পাকিস্তানি সৈন্যদের। মাঝে মাঝে সোল্লাসে ‘জয় বাংলা’ শ্লোগান দিচ্ছেন তারা এই হল সংক্ষেপে ‘হিরোজ অব সেভেন্টি ওয়ান’।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে উপজীব্য করে প্রথম অ্যান্ড্রয়েড চালিত ভিডিও গেম।
- গেমটি তৈরি করেছেন ঢাকার পোর্টব্লিস নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত একদল তরুণ গেম নির্মাতা।