’বঙ্গবন্ধু আইল্যান্ড’ কোন জেলায় অবস্থিত?

A বরগুনা

B পটুয়াখালী

C সাতক্ষীরা

D বাগেরহাট

Solution

Correct Answer: Option D

-বঙ্গবন্ধু দ্বীপ (যা পুটুনির দ্বীপ নামে পরিচিত) সুন্দরবনের দুবলার চর থেকে ১০ কি.মি. দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ।
-দ্বীপটি প্রথম আবিষ্কৃত হয় ১৯৯২ সালে।
-বর্তমানে দ্বীপের আয়তন ৭.৮৪ কিলোমিটার, যা সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মিটার উচ্চতায় অবস্থিত।
-এই দ্বীপে সর্বমোট নয় কিলোমিটার লম্বা সাগর সৈকত রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions