জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী-
A রাষ্ট্রপতি
B স্পিকার
C প্রধানমন্ত্রী
D প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি
Solution
Correct Answer: Option D
- বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও অর্থনীতি বোঝানোর জন্য পানি, ধান ও পাট প্রতীককে ব্যবহার করা হয়েছে।
- সব শেষে পানিতে থাকা শাপলা আমাদের জাতীয়তাবোধ, অঙ্গীকার ও সুরুচির জানান দেয়।
- এই জাতীয় প্রতীক কিন্তু সবাই ব্যবহার করতে পারেন না। শুধু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যবহারের ক্ষমতা রাখেন।