সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

A সত + চিন্তা= সচ্চিন্তা

B অনু + ইত = অন্বিত

C তদ +অবধি = তদবধি

D পরি+চ্ছদ = পরিচ্ছদ

Solution

Correct Answer: Option B

উ-ধ্বনি বা ঊ ধ্বনির পরে অন্য স্বরধ্বনি থাকলে উ অথবা ঊ-ধ্বনির জায়গায় ব-ফলা হয় এবং পরের স্বরধ্বনির চিহ্ন আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
এই সূত্রের কিছু সন্ধির উদাহরণ হলো:
- অনু + এষণ = অন্বেষণ
- অনু + ইত = অন্বিত
- তনু + ঈ = তন্বী 
- অনু + অয় = অন্বয়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions