বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কত?

A ১০৫ টি

B ১১০ টি

C ১১৫ টি

D ১২১ টি

Solution

Correct Answer: Option D

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) কর্তৃক উদ্ভাবিত সর্বশেষ ধানের জাত হলো ব্রি ধান-১১২, ব্রি ধান-১১৩ এবং ব্রি ধান-১১৪।

২০২৫ সালের জুন মাসে জাতীয় বীজ বোর্ডের (এনএসবি) ১১৪তম সভায় এই তিনটি নতুন জাত অনুমোদন দেওয়া হয়।এর ফলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত মোট ধানের জাতের সংখ্যা ১২১টিতে পৌঁছেছে।
নতুন উদ্ভাবিত জাতগুলোর মধ্যে:

ব্রি ধান-১১২: লবণাক্ততা সহনশীল ও মাঝারি জীবনকালীন রোপা আমনের জাত।
ব্রি ধান-১১৩: বোরো মৌসুমের একটি উচ্চফলনশীল জাত, যা জনপ্রিয় ব্রি ধান-২৯ এর বিকল্প হিসেবে উদ্ভাবন করা হয়েছে।
ব্রি ধান-১১৪: বোরো মৌসুমের দীর্ঘ জীবনকালীন ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions