The progress of the disease _______; is it spreads without any symptoms in the early stages.
Correct Answer: Option D
Solution:
| Dramatic - হঠাৎ বা নাটকীয়ভাবে কোন কিছু হওয়া | Acute - হঠাৎ সংকটজনক হয়ে ওঠে এমন, তীব্র |
| Blatant - খারাপ কোন কিছু যা প্রকাশ্য বা ইচ্ছাকৃত | Insidious - ধীরে ধীরে গোপন ক্ষতি করে এমন কিছু |
এটা সমাধান করার জন্য Clue আছে শেষ অংশে । এখানে বলা হয়েছে, শুরুর দিকে রোগটির কোন লক্ষণ দেখা যায় না ।
তাঁর মানে রোগটি গোপন, দৃষ্টির অগোচরে বৃদ্ধি পায় ।
এবার শূন্যস্থানে দেখুন বলা আছে, রোগটির Progress বা অবস্থার উন্নয়ন হলো ---- । যেহেতু, ২য় অংশে বলা হয়েছে প্রাথমিক পর্যায়ে রোগটি গোপনে বাড়ে,
তাই প্রথম শূন্যস্থানে এমন শব্দ হবে যা দ্বারা একটি ভয়ংকর কিছু বুঝা যাবে যা দৃষ্টির অলক্ষ্যে পর্যায়ক্রমে বৃদ্ধি পায় । আর d) এর Insidious দ্বারা এই ভাবই প্রকাশ পায় ।
b) এর Acute দ্বারা মারাত্মক অবস্থা বুঝায়; কিন্তু এটা দ্বারা প্রশ্নে উল্লেখিত উপরের অবস্থা প্রকাশ পায় না বলে বাদ ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions