সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?

A অবাস্তব ও খর্বিত

B অসদ ও সোজা

C সদ ও বিবর্ধিত

D বাস্তব ও সোজা

Solution

Correct Answer: Option B

সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যসমূহঃ 

- দূরত্বের সম্পর্ক: দর্পণ থেকে বস্তু ও দর্পণ থেকে বিম্বের দূরত্ব সমান। 
- রৈখিক সম্পর্ক: বস্তু ও বিম্বের সংযোজক রেখা দর্পণ তলকে লম্বভাবে ছেদ করে। 
- প্রকৃতি: সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসদ (অবাস্তব) ও সোজা। 
- আকার: বিম্বের আকার বস্তুর আকারের সমান। 
- পার্শ্ব পরিবর্তন: বিম্বে বস্তুর পার্শ্ব পরিবর্তন ঘটে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions