- দূরত্বের সম্পর্ক: দর্পণ থেকে বস্তু ও দর্পণ থেকে বিম্বের দূরত্ব সমান।
- রৈখিক সম্পর্ক: বস্তু ও বিম্বের সংযোজক রেখা দর্পণ তলকে লম্বভাবে ছেদ করে।
- প্রকৃতি: সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসদ (অবাস্তব) ও সোজা।
- আকার: বিম্বের আকার বস্তুর আকারের সমান।
- পার্শ্ব পরিবর্তন: বিম্বে বস্তুর পার্শ্ব পরিবর্তন ঘটে।