বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?

A সিলেট

B সুনামগঞ্জ

C চট্টগ্রাম

D কক্সবাজার

Solution

Correct Answer: Option B

• সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়- সিলেটের লালখানে।
• জেলা হিসেবে বেশি বৃষ্টিপাত হয়- সুনামগঞ্জে।
• বাংলাদেশের যে অংশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়- দক্ষিণ-পূর্বাঞ্চলে [৩০০০ মিলিমিটার]।
• বাংলাদেশের যে অংশে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় পশ্চিম-কেন্দ্রীয় অঞ্চলে [১৫০০ মিলিমিটার]।
• দেশে সবচেয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড করা হয়- নাটোরের লালপুরে। গত ১২ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়- জুন, ২০২০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions