Solution
Correct Answer: Option A
• সরল ফল : ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে যে ফলের উৎপত্তি তাকে সরল ফল বলে। সরল ফল দুই প্রকার।
যথা—
• রসালো ফল : যে ফলের ত্বক পুরু ও রসালো তাকে রসালো ফল বলে। এ ধরনের ফল পাকলে ফলত্বক ফেটে যায় না। যেমন—আম, জাম, কলা ইত্যাদি।
• নীরস ফল : যে ফলের ফলত্বক পাতলা ও পরিপক্ব হলে ত্বক শুকিয়ে ফেটে যায় তাকে নীরস ফল বলে। যেমন—শিম, ঢেঁড়স, সরিষা ইত্যাদি।