বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনটি?

A অক্সিজেন

B পানি

C কার্বন-ডাই-অক্সাইড

D ইউরিয়া

Solution

Correct Answer: Option D

- বাস্তুতন্ত্রের জৈব উপাদান হলো - ইউরিয়া।
- ইউরিয়া প্রাণীদের প্রস্রাবে থাকা একটি জৈব যৌগ। এটি উদ্ভিদের জন্য নাইট্রোজেনের একটি গুরুত্বপূর্ণ উৎস।

জৈব যৌগ:
- কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলা হয় এবং এই হাইড্রোকার্বন ও এদের জাতসমূহকে বলা হয় জৈব যৌগ।
যেমন-
• মিথেন,
• ইথেন,
• বেনজিন,
• ইউরিয়া,
• প্রোপিন,
• পেন্টাইন ইত্যাদি।
- জৈব যৌগের বিক্রিয়া হতে সাধারণত অনেক বেশি সময় লাগে।
- জৈব যৌগসমূহ সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়।

অজৈব যৌগ:
- যেকোনো দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে অজৈব যৌগ গঠিত হয়।
যেমন-
• পানি,
• খাবার লবণ,
• খাবার সোডা,
• কাপড় কাচার সোডা,
• কস্টিক সোডা,
• চুন,
• মরিচা ইত্যাদি।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions