Solution
Correct Answer: Option D
- ফুলের গঠন অনুসারে ফুলকে দুই ভাগে ভাগ করা হয়। সমাঙ্গদেহী ফুল ও অসমাঙ্গদেহী ফুল।
- জবা ও ধুতুরা ফুল সমাঙ্গদেহী ফুলের উদাহরণ। কারণ এই ফুলগুলোকে লম্বালম্বিভাবে বিভক্ত করলে সমান দুটি অংশ পাওয়া যায়।
- গোলাপ, চাঁপা প্রভৃতিতে সমান দুটি অংশ পাওয়া যায় না। এগুলো অসমাঙ্গদেহী ফুল বলা হয়।