নিচের কোন বাক্যটিতে পুরাঘটিত বর্তমান কালের সঠিক প্রয়োগ রয়েছে?
A চিন্তা করোনা, কালই আসছি।
B সকলেই যেন, সভায় হাজির থাকে।
C এবার আমি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছি।
D কে জানে দেশে আবার সুদিন আসবে কিনা!
Solution
Correct Answer: Option C
ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয় ।
যেমন - এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, এতক্ষণ আমি অঙ্ক করেছি ইত্যাদি।