ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম কী?

A রিখটার স্কেল

B সিসগ্রাফ

C ওডোমিটার

D ফ্যাদোমিটার

Solution

Correct Answer: Option A

- ভূমিকম্পের মাত্রা নির্ধারনের জন্য বিশ্বজুড়ে বহুল ব্যবহ্নত স্কেলের নাম রিখটার স্কেল।
- সিসমোগ্রাফ থেকে পাওয়া তথ্য এবং রেখাচিত্র বিশ্লেষণ করে গাণিতিকভাবে ভূমিকম্পকে মাপা হয় রিখটার স্কেলের মাধ্যমে।
- রিখটার স্কেলে ০-১০ মাত্রা পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা মাপা যায়।চার্লস এফ রিখটার ১৯৩৫ সালে রিখটার স্কেল উদ্ভাবন করেন। এটি একটি ১০-ভিত্তির লগারিদমীয় পরিমাপ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions