উদ্ভিদের মাইক্রো উপাদান কোনটি?

A সালফার

B হাইড্রোজেন

C ক্যালসিয়াম

D মলিবডেনাম

Solution

Correct Answer: Option D

মাইক্রো উপাদানঃ 
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে সব উপাদান সামন্য পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রো উপাদান বলা হয়। 
এদের সংখ্যা ৬টি।
যথা- দস্তা বা জিংক (Zn), ম্যাংগানিজ (Mn), কপার বা তামা (Cu) , মলিবডেনাম (Mo), বোরন (B) ও ক্লোরিন (Cl)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions