'আখাম্বা' শব্দের 'আ' উপসর্গটি কোন দ্যোতনা সৃষ্টি করে?
Solution
Correct Answer: Option D
আ উপসর্গটি 'সদৃশ', 'অনুরূপ', 'সমান' দ্যোতনা সৃষ্টি করে। খাম্বা শব্দের অর্থ 'স্তম্ভ'। আখাম্বা শব্দের অর্থ 'স্তম্ভের মতো', 'স্তম্ভের অনুরূপ', 'স্তম্ভের মতো স্থির'। 'আ' উপসর্গটি বাংলা ও তৎসম উভয় উপসর্গে বিদ্যমান।
'আখাম্বা= আ+ খাম্বা' শব্দে 'আ' শব্দটি 'সদৃশ' দ্যোতনার সৃষ্টি করেছে।