Solution
Correct Answer: Option A
- বাংলাদেশের জাতীয় পতাকায় দুটি রং রয়েছে।
- সবুজ আয়তক্ষেত্রের মাঝে লাল বৃত্ত, যার অনুপাত হল ১০ঃ ৬ বা ৫ঃ ৩।
- এ আয়তকার গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্তের সমন্বয়ে বাংলাদেশের জাতীয় পতাকা পৃথিবীর যেকোনো দেশের জাতীয় পতাকার তুলনায় অনন্য।