প্রতি মিনিটে মানুষের হৃৎপিন্ড স্পন্দিত হয় কতবার?
Solution
Correct Answer: Option C
- হ্নদপিন্ড একটি পেশীবহুল অঙ্গ।
- এটি পৌনপৌনিক ছান্দিক সংকোচনের মাধ্যমে রক্তনালীর ভেতর দিয়ে রক্ত সারা দেহে প্রবাহিত করে।
- এনালাইড, মলাস্কা এবং আর্থোপোডাতেও অনুরূপ অঙ্গ বিদ্যমান।
- হৃৎপিন্ড এক ধরনের মসৃণ পেশী - হৃদপেশী বা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, যা কেবলমাত্র এই অঙ্গেই পাওয়া যায়।
- গড়পড়তায় একটি মানব হৃৎপিন্ড প্রতি মিনিটে ৭০-৭২ বার স্পন্দিত হয়, সে হিসাবে ৬৬ বছরের জীবনে এটি প্রায় ২.৫ বিলিয়ন বার স্পন্দিত হয়।