শ, স, ষ, হ- এ চারটি বর্ণকে কি বলে?

A স্পর্শ বর্ণ

B উষ্ম বর্ণ

C দন্ত্য বর্ণ

D ওষ্ঠ বর্ণ

Solution

Correct Answer: Option B

- শ, ষ, স, হ - এ চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি।
- এগুলোকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি, আর বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ।
- এখানে উষ্ম শব্দের অর্থ শ্বাস। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions