দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ছিল কয়টি?
Solution
Correct Answer: Option B
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঃ
• নির্বাচন : ৭ জানুয়ারি ২০২৪
• মোট আসন : ৩০০
• ভোটগ্রহণ : ২৯৯ আসনে [নওগাঁ-২ আসনে নির্বাচন স্থগিত]
• প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল : ২৮টি
• প্রদত্ত ভোটের হার : ৪১.৮%
• মোট প্রার্থী : ১,৯৭০
• স্বতন্ত্র প্রার্থী : ৪৩৬
• নারী প্রার্থী : ৯৪
• ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী : ৭৯
• তৃতীয় লিঙ্গের প্রার্থী : ১
• মোট ভোট ৪২,১০৩
• মোট ভোটার : ১১,৯৬,৯১,৬৩৩
• পুরুষ ভোটার : ৬,০৭, ৭১,৫৭৯
• নারী ভোটার : ৫,৮৯,১৯,২০২
• তৃতীয় লিঙ্গের ভোটার : ৮৫২
• প্রথমবার ভোট দেয় : ১,৫৪,৫২,০০০
• দেশে নিবন্ধিত রাজনৈতিক দল : ৪৪টি
• নির্বাচনে অংশগ্রহণ করে: ২৮ টি