দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে ?
A সমীভবন
B ব্যঞ্জন বিকৃতি
C ব্যঞ্জনদ্বিত্বতা
D বিষমীভবন
Solution
Correct Answer: Option D
দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। এটি ব্যঞ্জনধ্বনি পরিবর্তনের একটি ধারা। উদাহরণ- শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি।