কাকে কেন্দ্র করে জেলা প্রশাসন আবর্তিত হয়?

A ইউএনও কে

B জেলা সচিব কে 

C জেলা প্রশাসক কে 

D সংসদ সদস্য কে 

Solution

Correct Answer: Option C

ক্রম বিন্যাসে জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর । 
- জেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর। 
- প্রত্যেক বিভাগ আবার কয়েকটি জেলায় বিভক্ত। 
- জেলা প্রশাসক কে কেন্দ্র করে জেলা প্রশাসন আবর্তিত হয়। 
- তিনি একজন উপ-সচিবের সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি। 
- স্থানীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর - উপজেলা প্রশাসন। 
- স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর - ইউনিয়ন পরিষদ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions