‘তার বয়স অনুমান করতে না পারলেও খুব বেশি বলে মনে হয় না।’ - এটি কোন শ্রেণির বাক্য?
A সরল
B জটিল বা মিশ্র
C যৌগিক
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে তাকে, সরল বাক্য বলে ।