Solution
Correct Answer: Option B
যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় কর্মধারয় সমাস ।
যেমনঃ
যা কাঁচা তাই মিথ্যা =কাঁচা-মিঠা
যার সঙ্গে তুলনা করা হয় ,তা উপমান।
-কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়।
-এগুলোকে উপমান কর্মধারয় বলে।
-এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয় ।
যেমনঃ
কাজলের মতো কালো = কাজলকালো
রক্তের ন্যায় লাল = রক্তলাল
পান্নার ন্যায় সবুজ = পান্নাসবুজ