Solution
Correct Answer: Option A
- শেখ মোহাম্মদ সুলতান ১০ আগস্ট, ১৯২৩ সালে তৎকালীন পূর্ব বাংলা, ব্রিটিশ ভারতের (বর্তমান বাংলাদেশ) নড়াইলের মাসিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তার জন্ম হয়েছিল দরিদ্র কৃষক-পরিবারে।
- তার মায়ের নাম মোছাম্মদ মেহেরুননেসা।
- তার বাবা শেখ মোহাম্মদ মেসের আলী পেশায় ছিলেন রাজমিস্ত্রী।
- শৈশবে পরিবারের সবাই তাকে লাল মিয়া বলে ডাকতো।