‘দুধে-ভাতে’ কোন সমাসের উদাহরণ?
A সপ্তমী তৎপুরুষ
B অলুক তৎপুরুষ
C দ্বন্দ্ব
D অলুক দ্বন্দ্ব
Solution
Correct Answer: Option D
যে সমাসে প্রত্যেকটি পদের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এবং যে দ্বন্দ্ব সমাসে কোণ সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে।