বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে?

A আকাঙ্ক্ষা

B দৃঢ়তা

C আসত্তি

D যোগ্যতা

Solution

Correct Answer: Option A

- বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা ।
- বাক্যের অর্থ অসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি ।
- বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions