ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ আসনের সদস্য কতজন? 

A ৩ জন 

B ৯ জন 

C ১৩ জন 

D ১৫ জন 

Solution

Correct Answer: Option B

- ইউনিয়ন পরিষদ ১ জন চেয়ারমান ও ১২ জন সদস্য নিয়ে গঠিত হয়।
- ১৩ জন সদস্যের মধ্যে ৯ জন সাধারণ আসনের সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য।
- চেয়ারম্যান, সাধারণ আসনের সদস্যগণ এবং সংরক্ষিত আসনের সদস্য সবাই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
- একটি ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বিভক্ত। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions