ড্যাশের অপর নাম কি? 

A পাদচ্ছেদ

B কষি চিহ্ন

C অর্ধচ্ছেদ

D লোপচিহ্ন

Solution

Correct Answer: Option B

» বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ(২য় খণ্ড, পৃঃ২২৭, ২য় সংস্করণ,২০১২) অনুযায়ী যতি বা ছেদ চিহ্ন ১৬ টি।

» দাঁড়ির অপর নাম- পূর্ণচ্ছেদ

» কমার অপর নাম- পাদচ্ছেদ

» সেমিকোলনের অপর নাম- অর্ধচ্ছেদ

» ইলেকের অপর নাম - লোপচিহ্ন

» ড্যাশের অপর নাম- কষি চিহ্ন

» হাইফেনের অপর নাম- শব্দ সংযোগ চিহ্ন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions