সই-প্রত্যয় কোনটিতে ‘মতো’ অর্থে যুক্ত হয়নি?
A টেকসই
B মানানসই
C জুতসই
D নামসই
Solution
Correct Answer: Option D
নামসই ও টিপসই শব্দ দুটোর ‘সই’ প্রত্যয় নয়। এটি ‘সহি’(স্বাক্ষর) শব্দ থেকে উৎপন্ন। তাই নামসই শব্দটিতে সই-প্রত্যয় ‘মতো’ অর্থে যুক্ত হয়নি। সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)।