মুক্তিযুদ্ধের সময় ১নং সেক্টরের হেডকোয়ার্টার কোথায় ছিল?

A করিমগঞ্জ

B মাসিমপুরে

C হরিনাতে

D হেজামারা

Solution

Correct Answer: Option C

- মুক্তিযুদ্ধের ১নং সেক্টর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত।
- সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।
- ১নং সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে
- এই সেক্টরে প্রায় দশ হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করেন।
- এদের মধ্যে ছিলেন ই.পি.আর, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রায় দুই হাজার নিয়মিত সৈন্য এবং গণবাহিনীর সংখ্যা ছিল প্রায় আট হাজার।
- এই বাহিনীর গেরিলাদের ১৩৭টি গ্রুপে দেশের অভ্যন্তরে পাঠানো হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions