Solution
Correct Answer: Option A
- ক্রিয়া বিশেষণ: যে পদ ক্রিয়া সংঘঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষ্য বলে।
- গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণ দুভাগে বিভক্ত। যথা:-
১. একপদী: আস্তে, জোরে, চেঁচিয়ে, সহজে, ভালোভাবে।
২. বহুপদী: ভয়ে ভয়ে, চুপি চুপি।