বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?

A হাতি/হাতী

B নারি/নারী

C জাতি/জাতী

D দাদি/দাদী

Solution

Correct Answer: Option B

বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে - নারি, নারী বানানগুলো শুদ্ধ। 
এখানে, 'নারি' অর্থ- পারি না এবং 'নারী' অর্থ- স্ত্রীলোক।

অন্যদিকে,
- হাতি, জাতি ও দাদি বানানগুলো শুদ্ধ হলেও হাতী, জাতী ও দাদী বানানগুলো অশুদ্ধ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions