কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
Solution
Correct Answer: Option D
- ওপেক (ইংরেজি: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন।
- ১৯৭০ সাল থেকে বিশ্বের জ্বালানি তেলের বাজারে ওপেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
- ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ - আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন(১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা OPEC ত্যাগ করে)।
- ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
- ২০১৬ সালে আবার সংযুক্ত হয়েও ২০১৬ এর শেষভাগে আবার নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।