নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?

A ১ : ১০,০০০

B ১: ১০০,০০০

C ১: ১০০০,০০০

D ১: ২৫০০,০০০

Solution

Correct Answer: Option A

স্কেল অনুসারে মানচিত্র দুই প্রকারের। যথা-
১) বৃহৎ স্কেল মানচিত্রঃ একটি ছোট এলাকা কে অনেক বড় করে দেখানো হয় বলে মানচিত্রে অনেক জায়গা থাকে। এবং অনেক কিছু তথ্য এরূপ মানচিত্রে ভাল ভাবে দেখানো যায়। যেমনঃ ১: ১০,০০০
২) ক্ষুদ্র স্কেল মানচিত্রঃ সমগ্র পৃথিবী বা মহাদেশ বা দেশের মতো বড় অঞ্চলকে একটি ছোট কাগজে দেখানো হয় বলে এ প্রকার মানচিত্রে বেশি জায়গা থাকে না। ফলে মানচিত্রে বেশি কিছু দেখানো যায় না। যেমনঃ ১ : ১০,০০,০০০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions