শব্দার্থ অনুসারে বাংলাভাষার শব্দ সমষ্টিকে কয় ভাগে ভাগ করা যায়-
Solution
Correct Answer: Option B
** অর্থের বিচারে বাংলা ভাষার শব্দ কে তিন ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো: যৌগিক শব্দ, রুঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ
** উৎপত্তির দিক থেকে বাংলা ভাষার শব্দ কে ৫ ভাগে ভাগ করা হয়েছে। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি।
** গঠনগত দিক থেকে বাংলা শব্দাবলী দুই ভাগে বিভক্ত। যথা- মৌলিক শব্দ ও সাধিত শব্দ।