প্রসারণ- শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

A সংক্ষেপণ

B নিস্তেজ

C বিকুঞ্চন

D আকুঞ্চন

Solution

Correct Answer: Option D

• আকুঞ্চন অর্থ একটু কুঁকড়ানো, সঙ্কোচন।

কতিপয় বিপরীতার্থক শব্দঃ
উপচয় - অপচয়;
কৃতজ্ঞ - অকৃতজ্ঞ/কৃতঘ্ন।
সাকার - নিরাকার;
বিরত - নিরত।
আকুঞ্চন - প্রসারণ;
আবির্ভাব - তিরোভাব।
অনুরাগ - বিরাগ;
চোখা - ভোঁতা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions