বাছির তার সঞ্চয়ের এক-পঞ্চমাংশ দিয়ে একটি বাড়ি কিনে এবং বাড়ির মূল্যের এক-তৃতীয়াংশ কম দিয়ে একটি গাড়ি কিনে। বাড়ি ও গাড়ির জন্য সে তার মোট সঞ্চয়ের কত অংশ খরচ করল?

A ১/৪

B ১/৩

C ১/৫

D ৩/৫

Solution

Correct Answer: Option B

ধরি,
বাছিরের মোট সঞ্চয় =x টাকা
∴ বাছির বাড়ি কিনেন = x/৫ টাকা
∴ বাছির গাড়ি কিনেন = (x/৫-x/৫ এর ১/৩) টাকা
= (x/৫-x/১৫) টাকা
= ৩x-x/১৫ টাকা
= ২x/১৫ টাকা
∴ মোট সঞ্চয়ের খরচ করেন= (x/৫-২x/১৫) টাকা
= ৩x+২x/১৫টাকা
= ৫x/১৫ টাকা
= x/৩ টাকা
∴ মোট সঞ্চয়ের ১/৩ অংশ ব্যয় করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions