- শব্দের ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি। - ধ্বনির প্রতীককে বা হয় বর্ণ। - কতগুলো ধ্বনি একত্রিত হয়ে বর্ণ তৈরি হয়। - যেমন: ক্+অ = ক। এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। যেমন: ক+ল+ম = কলম ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions