Solution
Correct Answer: Option D
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায় যেমন গরুর গাড়ি, শব্দাহ, মড়াপোড়া প্রকৃতির স্থলে যথাক্রমে গরুর শকট, মড়াদাহ প্রভৃতি প্রয়োগ গুরুচন্ডালী দোষ সৃষ্টি করে। গুরুচণ্ডালী দোষ মুক্ত শব্দ শবদাহ।