অর্থবোধক ধ্বনিকে বলা হয় -
A বাক্য
B উপসর্গ
C শব্দ
D প্রত্যয়
Solution
Correct Answer: Option C
- এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে।
- অর্থবোধক ধ্বনি ও ধ্বনি সমষ্ঠিকে শব্দ বলা হয়।
- বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ।
- শব্দকে বাক্যের একক বলা হয়।