কোনটি ফেরো চৌম্বক পদার্থ?

A তরল অক্সিজেন

B কোবাল্ট

C বিসমাথ

D এন্টিমনি

Solution

Correct Answer: Option B

- ফেরোচুম্বকত্ব হলো সেই ভৌত প্রক্রিয়া যার মাধ্যমে কিছু নির্দিষ্ট বস্তু (যেমনঃ লোহা) স্থায়ী চুম্বক তৈরী করে বা কোনো চুম্বক কর্তৃক আকর্ষিত হয়।
- পদার্থবিদ্যায় বিভিন্ন ধরনের চুম্বকত্ব রয়েছে।  লোহা, নিকেল, কোবাল্ট, এদের সঙ্কর ধাতু এবং বিরল মৃত্তিকা ধাতু হলো ফেরোচৌম্বকীয় পদার্থের উদাহরণ।
- তামা, দস্তা, বিসমাথ, রূপা, সোনা, সীসা, পানি ইত্যাদি ডায়াচৌম্বক পদার্থের উদাহরণ।
- অ্যালুমিনিয়াম, সোডিয়াম, এন্টিমনি, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তরল অক্সিজেন প্রভৃতি প্যারাচৌম্বক পদার্থের উদাহরণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions