’বঙ্গীয় শব্দকোষ’ এর প্রণেতা-

A ড. মুহম্মদ শহীদুল্লাহ

B মুহাম্মদ হাবিবুর রহমান

C হরিচরণ বন্দ্যোপাধ্যায়

D ফাদার মানুএল

Solution

Correct Answer: Option C

- ১৩১১ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে হরিচরণ বন্দ্যোপাধ্যায় অভিধান প্রণয়নের কাজ শুরু করেন।
- দীর্ঘদিনের প্রচেষ্টায় ১৩৩০ বঙ্গাব্দে 'বঙ্গীয় শব্দকোষ' নামক অভিধানের কাজ সম্পন্ন করেন।
- পরবর্তীতে তিনি এটি ১৩ বছরে মোট ১০৫টি খণ্ডে ধারাবাহিকভাবে প্রকাশ করেন।
- সর্বশেষ খণ্ডটি প্রকাশিত হয় ১৩৪১ বঙ্গাব্দে কলকাতা থেকে।
- ১৯৬৬-৬৭ সালে সাহিত্য আকাদেমি 'বঙ্গীয় শব্দকোষ' দুই খণ্ডে প্রকাশ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions