বাংলাদেশে প্রথম ‘জাতীয় ঔষধ নীতি’ প্রণয়ন করা হয়েছিল কত সালে?
A ১৯৭৪
B ১৯৭২
C ১৯৯২
D ১৯৮২
Solution
Correct Answer: Option D
- বাংলাদেশে ১৯৮২ সালে ‘জাতীয় ঔষধ নীতি’ প্রণয়ন হয়েছিল ।
- ২০১১ সালের ৩১ মে জাতীয় স্বাস্থ্য নীতিটি জাতীয় সংসদে পাস হয়।
- ২০০৫ সালে এই নীতি নবায়ন করা হয় এবং ২০১৬ সালে আবার এই জাতীয় ঔষধ নীতি নবায়ন করা হয়েছে।