রাষ্ট্রের বিধি-নিষেধ সমূহ প্রকাশিত হয় কার দ্বারা?
Solution
Correct Answer: Option C
- অধ্যাপক হ্যারল্ড জে. লাস্কি বলেছেন ‘সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র’ (A Goverment is a spokesman to the state).
- রাষ্ট্রভেদে সরকারের রূপ, কাঠামো ও সংগঠন ভিন্ন ভিন্ন হয়।
- রাষ্ট্রের বিধি-নিষেধ সমূহ প্রকাশিত হয় সরকার দ্বারা।
- রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার।
- সরকার, রাজনৈতিক ব্যবস্থা যার দ্বারা একটি দেশ বা সম্প্রদায় পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়।