ভাষা ও জাতির নামের শেষে কী হবে?

A ই-কার

B ঈ-কার

C উ-কার

D এ-কার

Solution

Correct Answer: Option A

- সংস্কৃত বা তৎসম ছাড়া বাকি সব শব্দে ই-কার হবে।
- ভাষা ও জাতির মূল বানান প্রায় সবগুলো অতৎসম। তাই সব ভাষা ও জাতির বানানে ই-কার হবে।
- যেমন: আরবি, ফরাসি, ফারসি, ইংরেজি, জাপানি, জর্মনি, বাঙালি, পাকিস্তানি।

- তবে, ঈয় প্রত্যয় যুক্ত হলে ভাষা ও জাতির বানানেও ঈ-কার হয়। যেমন: আরব+ঈয়=আরবীয়। অনুরূপ: ফরাসি>ফরাসীয়, ফারসি>ফারসীয়, ইংরেজি>ইংরেজীয়, জাপানি>জাপানীয়।
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র - ড. মোহাম্মদ আমীন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions