Solution
Correct Answer: Option B
- 'লাঠালাঠি ' ব্যতিহার বহুব্রীহি সমাস ।
- ক্রিয়ার পারস্পারিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয় ।
- এ সমাসে পূর্বপদে "আ ' এবং উত্তরপদে 'ই' যুক্ত হয় ।
যেমন ঃ হাতে হাত যে যুদ্ধ =হাতাহাতি , কানে কানে যে কথা = কানাকানি , লাঠিতে লাঠিতে যে লড়াই = লাঠালাঠি ।